কালের পুতুল।
দারুন লাগলো। একদম শুরু থেকে বেশ ভালোভাবেই উপভোগ করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত থ্রিল ধরে রাখার জন্য পরিচালক রেজা গালিব অবশ্যই প্রশংসা প্রাপ্য। এই ছবির প্রশংসা ভালোই শুনেছিলাম। ভাবি নাই এতোটা ভালো হবে। সময় সুযোগ হয় নাই বলে হলে দেখা হয় নাই। তবে কথা দিলাম উনার পরবর্তী মুভি হলে গিয়ে দেখবো।
পরিচালক গল্পের ভিতরেই থাকার চেষ্টা করেছেন।তাই বাড়তি কোন দৃশ্যের প্রতি নজর দেন নি। আরো সুন্দর লোকেশনে যেতে পারতেন, হয়তো বাজেট সল্পতায় তা হয়ে উঠে নি। চৌকশ কিছু দৃশ্যায়ন দেখার জন্য মন আনচান করছিল। এরকম পাহাড়ের উপরে প্রেক্ষাপট, আর মনোরম কোন দৃশ্য দেখতে পেলাম না। একটু বেখাপ্পা ঠেকছে।
এতগুলো ভালো অভিনেতার ভিরে ফেরদৌসের অভিনয় বড্ড বেমানান লাগলো। ফেরদৌসের ভয়সের জন্য বারবার গল্পের ভিতর থেকে বের হয়ে যাচ্ছিলাম। একদম বাজে অভিনয় করেছে। কয়েকটা স্থানে এক্সপ্রেশন ঠিকঠাক ছিল। বাট যেরকম ক্যারেক্টার ভয়েসটা একদম যায় নি।
মুভির সবথেকে যে বিষয়টা ভালো লেগেছে, মুভির মধ্যে এরকম কিছু ক্লু দেওয়া আছে যাতে করে মুভিটি নিখুঁত মনে হয়। পরিচালক অনেক যত্ন নিয়েই বানিয়েছেন। এ বিষয়টা সচরাচর বাংলা ছবিতে দেখা যায় না।