Friday, 29 March 2019

LIVE FROM DHAKA | ABDULLAH MUHAMMAD SAAD | MEDIASCOPE

LIVE FROM DHAKA


আমি কোন নবি-রাসূল নয়, আমি একটা মানুষ, আমার সহ্যের একটা লিমিট আছে।“
-      সাজ্জাদ  (লাইভ ফ্রম ঢাকা)

আমাদের একটা ডিরেক্টর আছে, আব্দুল্লাহ মুহাম্মদ সাদ। সে জানে কিভাবে ফিল্ম বানাতে হয়। সে একটা ফিল্ম বানিয়েছে। সে একটা আন্তর্জাতিক মানের ফিল্ম বানিয়ে পুরষ্কার-টুরস্কার জিতে বসে আছে। আর আমারা বসে আছি সেই কবে থেকে দেখবো বলে। মাঝখানে একটা ট্রেইলার আর দীর্ঘ অপেক্ষা। অবশেষে অপেক্ষার অবসান।



মূল চরিত্র সাজ্জাদ। এই বালের শহরে আর এক মুহূর্ত থাকতে চায় না। এই শহরে নানা সমস্যাই জর্জরিত। একটা গার্লফ্রেন্ড আছে তার সাথে বিভিন্ন মানসিক চাপের কারনে একটা অসুস্থ সম্পর্ক। শেয়ার মার্কেট ধ্বস,পাওনাদারের টাকা, নেশাখোর ভাই, সাজ্জাদ তো একটা মানুষ, নবি-রাসূল না। রাশিয়া যেতে চায়, সপ্নে স্নো পরা দেখে। একটা ওভার কোটও কিনেছে।


মাত্র ১০ হাজার ডলার বাজেট। এর মধ্যেই এই তরুণ নির্মাতা জানে কিভাবে গুছিয়ে আস্ত একটা ফিল্ম বানাতে হয়। সিনেমার একটা সেকেন্ড অপচয় করে নি। প্রত্যেকটা সেকেন্ড ইম্পরট্যান্ট। প্রত্যেকটা সেকেন্ড অর্থবহ। নির্মাতা জানে কিভাবে শব্দের সাথে দৃশ্যের সামঞ্জস্যতা বজায় রাখতে হয়। রেখেছেও বটে। বাড়তি কোন শট নেই। ট্রেইনের শব্দ শুনেই বুঝা যায় রেইল লাইনের পাশ দিয়ে কোন একটা বস্তি। রেইল গাড়ি দেখানোর প্রয়োজনীয়তা নেই। আজানের শব্দ শুনেই বুঝা যায় এটা একটা ঢাকা শহর। উপর থেকে ড্রোন শট নিয়ে মসজিদ দেখাতে হয় না।সাজ্জাদ খালি গায়ে জানালার পাশে বসে আছে, পাশের এশট্রে থেকে ধুঁয়া উড়ছে। পেছন থেকে এক মেয়েলী কণ্ঠে আনন্দ সুরে গান ভেসে আসছে। বুঝতে বাকি থাকে না সে আর কেউ না সাজাদেরই বান্ধবী। বাড়তি কোন অন্তরঙ্গ দৃশ্য দেখাতে হয় নি, এরকম দৃশ্যপটই বলে দিচ্ছে কিছুক্ষণ আগের আনন্দঘন মুহূর্তের কথা।আবার কখনো কখনো হাহাকার, অসহায়ত্ব উঁকি দিয়ে উঠে  আজানের ধ্বনি বা আজম খানের গানে।


এরকম ছবি কি বাংলাদেশে আর কখনো হয়েছে? আমি দেখি নি। শুনেছি মাটির প্রজার দেশে ভালো হয়েছিল। আমার দেখা হয় নি। ব্ল্যাক অ্যান্ড হুওয়াইট থিম, একদম সাদাসিদে বাড়তি কোন কাজ নেই কি সুন্দর পরিপূর্ণ একটা ছবি। একটা মাত্রই হলে চলছে (স্টার সিনেপ্লেক্স)। এই সপ্তাহ বড়জোর থাকবে। স্বাধীন চলচ্চিত্র যারা পছন্দ করেন অথচ বাংলাদেশে সে রকম ফিল্ম পাচ্ছেন না, তারা দেখে আসতে পারেন। 

No comments:

Post a Comment

LIVE FROM DHAKA | ABDULLAH MUHAMMAD SAAD | MEDIASCOPE

LIVE FROM DHAKA “ আমি কোন নবি-রাসূল নয়, আমি একটা মানুষ, আমার সহ্যের একটা লিমিট আছে।“ -       সাজ্জাদ  (লাইভ ফ্রম ঢাকা) আমাদের ...