Thursday, 25 February 2016

কোলকাতার ইন্দিরা সিনেমা হলে ছুঁয়ে দিলে মন..

কোলকাতার ইন্দিরা সিনেমা হলে ছুঁয়ে দিলে মন...এই প্রথম কোনো বাংলাদেশী সিনেমা চলছে
কলকাতার সিনেমা হলে।
শিহাব শাহিন পরিচালিত ছুয়ে দিলে মন কাঁপিয়েছিল ঢালি পাড়ার সিনেমা হল গুলু। গত বছরের হিট খাওয়া মুভির শীর্ষে ছিল ছুয়ে দিলে মন। আরিফিন শুভ ও মম অভিনীত ছুয়ে দিল মন এখন কাঁপাতে পা রাখছে  টালিগঞ্জে।
এই ছবি বিপরীতে বাংলাদেশ মুক্তি পাচ্ছে টালিগঞ্জের হিট খাওয়া সিনেমা
বেলাশেষে ।

No comments:

Post a Comment

LIVE FROM DHAKA | ABDULLAH MUHAMMAD SAAD | MEDIASCOPE

LIVE FROM DHAKA “ আমি কোন নবি-রাসূল নয়, আমি একটা মানুষ, আমার সহ্যের একটা লিমিট আছে।“ -       সাজ্জাদ  (লাইভ ফ্রম ঢাকা) আমাদের ...