Monday, 29 August 2016

Indian director Shekhor Das copied Bangladeshi writer Humayun's Novel DEVI.

কোলকাতার ডিরেক্টর শেখর দাসের "ই এস পি একটি রহস্য গল্প" এর সাথে বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এর দেবী  বই এর সাথে হুবুহু মিলে যায়.অথচ তারা হুমায়ুন আহমেদ এর কোন কার্টেসি না দিয়ে নিজেদের নাম মুভি চালিয়ে দিয়েছে।  মুভিটি কিছুদিন আগে জি বাংলাতে প্রিমিয়াম করাই হুমায়ুন ভক্তরা এটি প্রথম লক্ষ করে। পরে ফেসবুকে এ নিয়ে প্রচুর  লেখা লেখি হয়. শেষ খবর শুনা যায় যে মেহের আফরোজ শাওন কোলকাতা  যাবে আইনি লড়াইয়ের জন্য।

No comments:

Post a Comment

LIVE FROM DHAKA | ABDULLAH MUHAMMAD SAAD | MEDIASCOPE

LIVE FROM DHAKA “ আমি কোন নবি-রাসূল নয়, আমি একটা মানুষ, আমার সহ্যের একটা লিমিট আছে।“ -       সাজ্জাদ  (লাইভ ফ্রম ঢাকা) আমাদের ...