Thursday, 16 February 2017

Hell or High Water

Taylor Sheridan গতবার প্রশংসিত হয়েছিল Sicario(2015) এর জন্য। এবার প্রশংসিত হয়েছে Hell or High Water এর জন্য।মূলত David Mackenzie ও Taylor Sheridan এর কম্বিনেশন এ তৈরী হয়েছে এক অসাধারণ ক্রাইম ড্রামা মুভি। এই ধরণের স্লো ওয়েস্টার্ন ধরণের মুভি গুলো আসলে দেখতে বেশ ভাল লাগে। মুভির প্রথম কয়েকটা সিন দেখেই মুভির প্রেমে পরে গিয়েছিলাম।  ..............
মুভির প্লট খুবই সিম্পল। দুই ভাই এর মধ্যে একজন ট্যানার সদ্য জেল ফেরৎ, মদ্য পান করে।  আরেকজন টবি সহজসরল,তালাকপ্রাপ্ত যে কিনা তার সন্তানদের জন্য একটা ভাল জীবন তৈরী করতে চান। নরমাল একটা ব্যাংক রোবারি দিয়ে মুভির কাহিনী শুরু হয়। তার পর তারা ওই সেইম ব্যাংক এর অন্য একটি ব্রাঞ্চ আবারো ডাকাতি করে বসে।এভাবে পর পর তিনটি ডাকাতি হয়।কেন তারা ডাকাতি করে? আপাতত মনে হচ্ছে দারিদ্রতার কারণে তারা ব্যাংক ডাকাতি করেছে। নাকি এর পেছনে অন্য আরও কোন কারণ আছে? 
এই কেইস এর ইনভেস্টিগেশন এর দায়িত্ব এসে পরে দুইজন টেক্সাস রেঞ্জর্স এর উপর। এর মধ্যে একজন হল আমেরিকান যে কিনা অল্প কিছুদিনের মধ্যেই রিটায়ার্ড হতে যাচ্ছে।  আরেকজন হচ্ছে ইন্ডিয়ান। মূলত এই চার জন কে ঘিরেই মুভির কাহিনী এগুচ্ছে। 
...........
দুই ভাই টবি  ও ট্যানার এর চরিত্রে অভিনয় করেছে যথাক্রমে Chris Pine ও Ben Foster . এবং দুইজন টেক্সাস রেঞ্জার্স Marcus Hamilton ও Alberto Parker এর চরিতে অভিনয় করেছে  যথাক্রমে Jeff Bridges ও Gil Birmingham . দুই ভাই টবি  ও ট্যানার এর ভালবাসা যেমনভাবে আপনার মধ্যে ভাল লাগা লাগাবে। ঠিক একই ভাবে দুইজন টেক্সাস রেঞ্জার্স এর কটোক্তিকর মিষ্টি ভাষা গুলোও আপনাকে আনন্দ দিবে। মুভির সবথেকে ভাল লাগা বিষয়টি হচ্ছে এর স্ক্রিনপ্লে ও অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক। 
............
মুভির হিডেন মিনিং  ছিল মূলত পশ্চিমের ব্যাংক ব্যবস্থা নিয়ে। মুভির কয়েকটা বিষয় লক্ষ্য করলেই বুঝতে পারবেন। প্রথম লুট করা ব্যাঙ্ক এর দেয়ালে লিখা ছিল "Three tours in Iraq but no bailout for people like us."
................
Hell or High water অস্কার ২০১৭ এ চারটি  ক্যাটাগরি তে নোমিনেটেড হয়েছে। বেস্ট মোশন পিকচার তো আছেই , বেস্ট সাপোর্টিং এক্টর হিসেবে নোমিনেটেড হয়েছেন Marcus Hamilton চরিত্রে  Jeff Bridges . বেস্ট রাইটিং এর ক্যাটাগোরিতে আছে Taylor Sheridan .  

Movie: Hell or High Water 
Director:  David Mackenzie 
Imdb: 7.7
Rotten Tomatoes: 98% 
Personal Rating: 9.5 out of 10  

No comments:

Post a Comment

LIVE FROM DHAKA | ABDULLAH MUHAMMAD SAAD | MEDIASCOPE

LIVE FROM DHAKA “ আমি কোন নবি-রাসূল নয়, আমি একটা মানুষ, আমার সহ্যের একটা লিমিট আছে।“ -       সাজ্জাদ  (লাইভ ফ্রম ঢাকা) আমাদের ...