Sunday, 29 October 2017

Gerald's Game

আজকে কথা বলতে আসছি Stephen king এর উপন্যাস অবলম্বনে তৈরি করা মুভি 'Gerald's Game' নিয়ে। বইটা পড়া নেই, ইচ্ছা আছে পড়ার। জানি না বইয়ে কী আছে।আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেকের রিভিউতে দেখলাম বেস্ট এডাপটেশন বলেছে। বেশকয়েকটা যায়গায় দেখলাম ডিরেক্টর Mike Flanagan যখন বইটা পড়েন তখন থেকেই নাকি তার সপ্ন ছিল এইটা নিয়ে মুভি বানানোর। বুজতেই পারছেন ড্রিম জব, খারাপ হবার পসিবিলিটি খুব কম।
মুভি দেখার আগে এক্সপেকটেশন একদম কম ছিল। এই মুভিতে গতানুগতিক সার্ভাইবাল বিষয়াদি ছাড়া আর কী থাকতে পারে এমন ভাবসাব নিয়ে দেখতে বসেছি। মোটামুটি টেনেটুনে দেখার প্রিপারেশন নিয়ে রাখছিলাম। মুভি কিছুক্ষণ দেখার পর নড়েচড়ে বসতে হলো। তারপর একের পর এক ভাল লাগার দৃশ্যপট সব চোখের সামনে আসতে শুরু করলো।
এই বছরে বেশ কয়েকটা হরর মুভি দেখেছি। ভাল লাগার মুভির তালিকায় এইটাও অন্তর্ভুক্ত করলাম। এখনকার হরর মুভিগুলো আসলেই পরিবর্তন হয়েছে এবং বেশ ভাল করছে।
Movie: Gerald's Game(2017)
Genre: Horror, Thriller
Director : Mike Flanagan
IMDB: 7
Rotten Tomatoes: 90% 

মুভি প্লট:
জেসি এবং গেরেল্ড তাদের বিবাহ জীবনকে পুনরুজ্জীবিত করার জন্য শহর থেকে দূরে একটা লেক হাউজে যাই। ওইটা একদম নির্জন এলাকা। এর ৩০-৪০ মাইল দূরত্ব পর্যন্ত কেউ বাস করে না।মুভির এক পর্যয়ে গেরেল্ড তার ওয়াইফ জেসির হাত খাটের সাথে হ্যানন্ডকাফ লাগিয়ে এক অদ্ভুত খেলা খেলতে চায়। এক্সিডেন্টলি জেসির হাজব্যান্ড গেরেল্ড ওই মুহূর্তেই মারা যায়। জেসি তখন বিপদে পরে যায়। একেতো আশে পাশে কেউ নেই এর মধ্যে হাত বাঁধা।
এরপর শুরু হতে থাকে অদ্ভুত সব কল্পনা, স্মৃতিচারণ মূলক ঘটনা। এইভাবে মুভির রোমাঞ্চকর গল্প এগোতে থাকে। মুভিতে চাইল্ড এবিউজিং এর বিষয়টাও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
আশাকরি সবার ভালো লাগবে।

No comments:

Post a Comment

LIVE FROM DHAKA | ABDULLAH MUHAMMAD SAAD | MEDIASCOPE

LIVE FROM DHAKA “ আমি কোন নবি-রাসূল নয়, আমি একটা মানুষ, আমার সহ্যের একটা লিমিট আছে।“ -       সাজ্জাদ  (লাইভ ফ্রম ঢাকা) আমাদের ...